বিভ্রাট শেষে স্বাভাবিক হলো চ্যাটজিপিটি

৯ নভেম্বর, ২০২৪ ২০:৩০  

মাইক্রোসফটের বিনিয়োগ থাকা কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ওপেনএআইয়ের জনপ্রিয় চ্যাটবট ‘চ্যাটজিপিটি’ বিভ্রাট শেষে স্বাভাবিক অবস্থায় ফিরেছে। কোম্পানিটির তথ্যমতে, শুক্রবারের এই বিভ্রাটে অসংখ্য ব্যবহারকারী প্ল্যাটফর্মটি ব্যবহারে ভোগান্তিতে পড়েন। খবর রয়টার্স।

নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে ওপেনএআই জানায়, চ্যাটজিপিটির সমস্যাটি এখন সমাধান হয়েছে।

খবরে বলা হয়, শনিবার বিকাল সাড়ে চারটার দিকে অধিকাংশ গ্রাহক স্বাভাবিকভাবে চ্যাটজিপিটি অ্যাক্সেস করতে পারেন। তবে ৫টা নাগাদ স্বল্পসংখ্যক ব্যবহারকারী সমস্যাটিতে ভুগছিলেন বলেও জানায় ওপেনএআই।

ওপেনএআই এর প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইমোজি ব্যবহার করে লেখেন, “চ্যাটজিপিটি ৩০ মিনিটের মতো ডাউন ছিলো। আমরা স্বাভাবিকের চেয়েও নির্ভরতার ক্ষেত্রে অনেক অনেক গুন ভালো। তবে অবশ্যই আমাদের আরও অনেক কিছু করার আছে”।

ডিবিটেক/বিএমটি